চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

জনাব মোঃ আব্দুল মালেক
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাজশাহী
জনাব মোঃ আব্দুল মালেক ০৪ ফেব্রুয়ারি ২০২৫ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাজশাহী (বেতন স্কেল- গ্রেড-২) হিসেবে বর্তমান পদে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহীতে অতিরিক্ত মহানগর দায়রা জজ পদে কর্মরত ছিলেন। তাঁর সার্ভিস আইডি ২০০৮২০৩৩২৬।
তিনি ২০০৮ সনে ৩য় বিজেএস (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।
জনাব মোঃ আব্দুল মালেক ১৯৮২ সনের ১০ জুন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কাদিহাট পাটাগড়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৭ সনে কাদিহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৯ সনে সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে ২০০৪ সনে এলএলবি (অনার্স) ও ২০০৫ সনে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি দেশে এবং দেশের বাইরে বুনিয়াদী এবং উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে ২০১৯ সনে ভারত সরকারের অর্থায়নে দেশটির ভুপালে ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম ফর বাংলাদেশ জুডিসিয়াল অফিসার্স, ২০০৯ সনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা কর্তৃক আয়োজিত বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত ৫৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স বিশেষভাবে উল্লেখযোগ্য।
ব্যক্তিগত জীবনে জনাব মোঃ আব্দুল মালেক বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।